কতদিন পরে তার আওয়াজ এলো ফের,
আমিতো ধরেই নিছি সফরের শেষ;
এখনো মনের মাঝে মায়া আছে ঢের!
কন্ঠেও এখনো তার পুরনো আবেশ।
বুঝি তাকে,
নিজের মনের কথা শুনেনি বলে-
বুঝেনা সে আসলেই মন কি যে চায়,
তাইতো কঠিন হয়, ফের যায় গলে;
তার মনে খুঁজে ফেরে সুখের উপায়।
আমিও কিছুটা যেন একই পথে হাটি
ঠিকঠাক বুঝিনা সে মনের ভাষা,
আমারও হৃদয়ে আছে পাথর, মাটি!
নিজের ভাবনাতে নিজে কোণঠাসা।
২১শে অক্টোবর, ২০২০
শাহজালাল উপশহর, সিলেট।
Post a Comment