এখনো আসেনি আলো তার হৃদয়ে
এখনো বাসেনি ভালো সে আমাকে,
এখনো বিরহ নদী বুকে যায় বয়ে
এখনো দু'চোখ রাখি জানালার ফাঁকে।
আজো সে আসেনা কাছে, পাখি হয়ে উড়ে,
এখনো বুঝেনি সে হৃদয়ের দাম,
শিকারির দল কত আছে মোড়ে মোড়ে;
এখনো পড়েনি সে হৃদয়ের নাম!
তীর খেয়ে ডানা ভেঙে যদি ফিরে আসে
রক্তের অশ্রুতে বিবর্ণ মুখ,
বুকের জমিনে শোয় নির্মল ঘাসে;
আহত কন্ঠে খোঁজে খানিকটা সুখ!
ভাঙা মন ফের যদি আশা'-বীজ বুনে
আর যদি করি আমি খেয়ালের ভুল;
নিজেকে চড়াই যদি তার উনুনে,
ফুঁটে যদি জীবনের নতুন মুকুল!





হাতিয়া,
শাহজালাল উপশহর, সিলেট।
০৮-০৬-২০২০

Post a Comment

 
Top