এই খেলাতে অনেকটা দিন 
করছো তুমি যাপন! 
টি-টোয়েন্টি ছাড়ো এবার
ম্যাশকে বলে পাপন।
 
ক্যাপ্টেন হবে নতুন করে
আসবে নবীন ছেলে,
নতুন কাউকে সুযোগ দিব
তোমার জায়গা পেলে।
 
ম্যাশ গুরু তো মহান মানুষ
সিংহ হৃদয় যার,
ইশারাতেই বুঝতে পারেন
যাচ্ছে সময় তার।
 
তাইতো তিনি দিলেন ছেড়ে
টি-টোয়েন্টি খেলা,
মান নিয়ে সে কখনো যে
করে নাতো হেলা।
 
ভক্তকুলের ক্ষোভের মুখে
পাপন বলেন, আহা!
খেলতে সে আর পারবে নাতো
বলিনি তো তাহা!
 
ভক্ত কুলে মিছিল করে
ফিরে এসো গুরু,
গুরু বলেন, আর না এসব,
করছো কিসব শুরু?
 
ওডিআইতে দেখা হবে 
মজা হবে খুব,
আপাতত ঐ খানেতে
দিয়ে আছি ডুব।
 
পাপন মিয়ার খুললো মুখোশ
দেখলো জনগণে,
সবাই তাকে ধিক্কার দিলো,
ম্যাশকে রাখে মনে।
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২ই এপ্রিল, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top