ইচ্ছে হলে মনে কোর
আমায় তুমি আপন ভেবে,
মন যদি চায় বাসতে ভালো
গোলাপ কিনে আমায় দিবে।
ইচ্ছে যদি করে তোমার
কল্পনাতে দেখতে আমায়,
দু চোখ বুজে দেখে নিও
কার বা সাধ্য তোমায় থামায়!
ইচ্ছে যদি হয় কখনো
খেতে চুমু আমার গালে,
খেয়ে নিও, কল্পনাতে
একলা মনে স্মরণকালে।
তারপরেও চাও যদিও
বসতে পাশে ক্ষানিক সময়,
চলে এসো আমার কাছে
হোক না তবে ক্ষানিকক প্রণয়!
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৮ই এপ্রিল ২০১৭ ঈসায়ী।
Post a Comment