মানুষের মাঝে দ্বীনের প্রদীপ জ্বালান নিত্য কাজে,
হতাশার যুগে আশা সঞ্চার করেন সকাল সাঁঝে
মুসলিম বেশে অমানুষ যারা করে সুদী কারবার,
দুনিয়ার মাঝে ছড়াচ্ছে আজ হিংস্র নখর তার;
লয়ে নিজ কাঁধে করে যান কাজ থামাতে এ অনাচার।
হক্ব কথামালা শুনিয়ে লোকের ঈমান বাড়ান দিলে,
করজোড়ে শুধু প্রার্থনা করি চাওয়া যেন তার মিলে।
উষাকালে জেগে প্রভুর দুয়ারে প্রার্থনা তার রোজ,
সমাজের সব গরীব লোকের নিয়মিত নেন খোঁজ।
মানুষের মাঝে এমন লোকের দেখা পাওয়া খুব দায়,
নীরবেই তিনি কাজ করে যান আজো এই জামানায়।
১৬-০১-২০১৭
Post a Comment