জেনে রাখো সবে,
আমরা সবাই ধ্বংসই হবো, চিরজীবী হবে কোন সে লোক?
মহান রবের সৃষ্টি আমরা, তার দিকেতেই সবার মুখ।
কি বিস্ময়!
কেমনে প্রভুর অবাধ্য হয়, কেমনেই করে অস্বীকার!
করছি যেসব কান্ড আমরা, সবকিছু দিবে সাক্ষ্য তার।
চিহ্ন রয়েছে সবকিছুতেই, একত্ববাদই ইংগিত যার।
___________________________________________
মূল:
 কবি আবুল 'আতাহিয়া



كلّنا بائد
 
ألا إنّناكلّنا بائد٭ وأيّ بني أدم خالد 
ويدؤهم كان من ربّهم٭ وكلّ إلى ربّه عائد
فياعجبا! كيف يعص الإله؟ ٭ أم كيف يجحده الجاحد؟!
واللّٰه في كلّ تحريكة٭ علينا و تسكينة شاهد
وفي كلّ شيء له آية٭ تدلّ على أنّه واحد

Post a Comment

 
Top