হারিয়ে
যখন যাবো,
আমায়
তুমি না দেখলে ও
দেখতে
তোমায় পাবো।
আমার
খোঁজে ভুবন জুড়ে
যতই
ঘুরো তুমি,
বেলাশেষে
দেখবে শুধু
শুন্য
মরুভূমি।
আকাশ
থেকে ডাকবো তোমায়
শুনবে
না তা তুমি,
হাওয়ার
সাথে আসবো ভেসে
যাবো
তোমায় চুমি।
আমার
শোকে কাঁদবে যখন
ওপার
থেকে দেখে,
বৃষ্টি
হয়ে কাঁদবো আমি
তোমার
অঙ্গে মেখে।
আমার
প্রিয় মা গো তোমায়
ভীষণ
ভালোবাসি,
ওপার
থেকে রইবো
চেয়ে
দেখতে হাসি।
(আমার কেন যেন মনে হয় আমার মায়ের আগে আমি মারা
যাবো)
Post a Comment