মূল: হাসসান বিন সাবিত (রাঃ)
কাব্যানুবাদ:
শপথ করছি, সত্য শপথ; আমার শপথ মিথ্যে নয়।
আসেনি কভুও এমন দিশারী, এমন দয়ার নবী,
গর্ভে আসেনি কোন রমণীর এমন রাসুল-রবি।
আশ্রয় কিবা হেফাজতে তিনি খোদার সৃষ্টি সেরা;
আর কাউকেই দেননি এমন ওয়াদা রাখার ডেরা।
এমন আলোক ছিলেন রাসুল; পথ পেত দিশেহারা,
ন্যায়ের প্রতীক, পথের দিশারী যেমন রাতের তারা।
পূর্বের সব নবী রাসুলের স্বীকৃতি দেন তিনি;
এমন মানুষ, আগ্রহীদের পথ দেখাতেন যিনি।
হে সেরা মানব,
এতদিন আমি দয়ার সাগরে ছিলাম কতই সুখে,
ওফাতের পরে হারিয়েছি পথ; নেই কোন জল মুখে।
মুমিনের সব মাতাগণে আজ ছেড়েছেন বাড়িঘর,
নেই কেউ তাই পর্দা দেয়ার ঘরের ছাদের 'পর।
কঠিন শোকেতে শোকের পোশাক উঠেছে তাদের গায়,
সুখের দিনের পরে, তারা আজ বসেছে দুখের ছায়।
___________________________________________
মূল কবিতাঃ
آليت ما في جميع النّاسِ مجتهداً ٭ مني أليّة برِّ، غير إفناد
تاللّهِ ما حملت أنشى، ولا وضعت ٭ مثل النّبيّ، رسولِ الرحمة الهادي
ولا برا اللّهُ خلقاً من بريتهِ ٭ أوفى بذمّةِ جارٍ، بميعاد
مِن الّذي كان نوراً يستضاءُ به، ٭ مبارك الأمر ذا عدلٍ و إرشادِ
مصدِّقا للنّبيّينَ الأُلى سلفوا ٭ وأبذل الناس ا للمعروف للجادي
يا أفضل الناس، إنِّ كنتُ في نَهَرٍ ٭ أصبحتُ منه كمثل المفرد الصادي
أمسى نساؤك عطلنَ البيوتَ، فما ٭ يضربن فوق قفا ستر بأوتادِ
مثل الرواهب يلبسن المسوحَ، وقد ٭ أيقنّ بالبؤسِ بعد النعمة البادي
Post a Comment