মূল: তা'বাত শাররা

বিপদ যখন কঠিন হবে কৌশলী হও বুদ্ধি করে,
নইলে তুমি আটকে যাবে, ঐ বিপদেই যাবে ঝরে।
বুদ্ধিমানের কাজ হলো তাই সময়মত সজাগ থাকা,
যুদ্ধ শুরুর আগেভাগেই অস্ত্রটাকে তৈরি রাখা।
সে-ই তো বীর যুগের মাঝে, কৌশলী যে সকলখানে,
একটি দুয়ার বন্ধ হলে অপর দুয়ার খুলতে জানে।
---------------------------------------------
মূল কবিতা
 
                                                                                          
إذا المرءُ لم يحتل وقد جدّ جدّهُ٭ أضاع وقاسى أمره وهو مدبر
ولكن أخو الحزمِ الذي ليس نازلا٭ بهِ الخطب الاّ وهو للقصد مبصر
فذاك قريع الدّهر ما عاش حُوَّل٭ إذ سدّ منه منخر جاش منخرُ
 

Post a Comment

 
Top