দীওয়ানু আবী তালিব
কাব্যানুবাদ: 
-------------------------------------
যতক্ষণ না এ আবু তালিব কবরের মাঝে শেষ ঘুমায়;
করোনা তো ভয়, কুরা'শের লোকে দিবেনা আঘাত কেউ তোমায়।
নির্ভয়ে দাও তোমার দাওয়াত, বেড়ে যাবে আরো তোমার মান,
সুসংবাদের বিনিময়ে পাবে শীতল চক্ষু, শান্ত প্রাণ।
ডাকছো আমায় তোমার দিকেই, সত্য দ্বীনের এ আহ্বান-
নয়তো মিথ্যে, সদা শুভার্থী তুমি তো আমার আস্থাবান।
সামনে এনেছো এমন ধর্ম; কষ্টিপাথরে যাচাই করা,
তোমার দ্বীন-ই শ্রেষ্ঠ ধর্ম, এমন সুপথ দেখেনি ধরা।
------------------------
মূল কবিতা
١. وَاللَهِ لَن يَصِلوا إِلَيكَ بِجَمعِهِم  *  حَتّى أُوَسَّدَ في التُرابِ دَفينا 
٢. فَاصدَع بِأَمرِكَ ما عَلَيكَ غَضاضَةٌ  *  وَاِبشِر بِذاكَ وَقَرَّ مِنهُ عُيونا
٣. وَدَعَوتَني وَزَعَمتَ أَنَّكَ ناصِحٌ  *  وَلَقَد صَدَقتَ وَكُنتَ ثَمَّ أَمينا
٤. وَعَرَضتَ ديناً قَد عَلِمتُ بِأَنَّهُ  *   مِن خَيرِ أَديانِ البَرِيَّةِ دينا
٥. لَولا المَلامَةُ أَو حِذاري سُبَّةً   *   لَوَجَدتَني سَمحاً بِذاكَ مُبينا
 
--------------------------
 
আবু তালিব, রাসুল (সাঃ) এর চাচা। তিনি এমন লোক যিনি নিজে
 মুহাম্মাদ (সাঃ) এর ধর্মে বিশ্বাস স্থাপন না করেও তাঁর সবচেয়ে বড় আশ্রয়দাতা। নিজের জীবনের 
শেষমুহুর্ত পর্যন্ত রাসুল (সাঃ) এর মাথার ছায়া হয়ে ছিলেন। ইসলামের প্রথম দিকে যখন কুরাইশদের
 নির্যাতনের ভয়ে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয়া যেতনা তখন আবু তালিবের এ আহ্বান।
 এটা দীওয়ানু আবী তালিব নামে সংকলিত। পাঁচ লাইনের কবিতা। 
তবে পঞ্চম লাইন নিয়ে বিতর্ক আছে, তাই এ লাইনটা ছেড়েই বাকি চার লাইনের কাব্যানুবাদ করলাম।
 
 

Post a Comment

 
Top