ভাবছে বসে কার সে কথা,
কার বিরহে চলছে মনে
সকালবিকাল নিরবতা।
অশ্রুসকল যায় শুকিয়ে
শুকায় নাতো মনের ক্ষত,
কোথায় পাবো তারে আমি
বলবো কথা আছে যত।
কি লাভ হবে আর বা কেঁদে
আসবে না সে এখন ফিরে,
যাবার ছিল, চলেই গেছে
ভাসিয়ে আমায় আপন নীরে ।
পিনিক জোন
১৫-০১-২০১৮
Post a Comment