#কাব্যানুবাদ

বীরের ভয়ে আত্মা আমার উঠলে কেঁপে,
'ধ্বংস তোমার, ভয় পেয়োনা', বলি ক্ষেপে;
বাঁঁচবেনা কেউ তার মেয়াদের একটু বেশি,
চাওনা যতই, জীবন তোমার হবে শেষই।
বাঁচবেনা তো এই জগতে কেউ চিরদিন,
মরার তরে তাইতো থাকো ভয়ডর হীন।
দীর্ঘজীবন নয়তো কোন সম্মানী কাজ;
হীন,ভীরু কেউ পেতনা সেই দামী সাজ। 
সাড়া দিবে মৃত্যুদূতে ডাকলে তবে;
একদিন তাই সকল জীবের মরতে হবে।
করলে দেরী মৃত্যুদূতে; বুড়ো হয়ে-
অনেক কষ্ট, অনেক জালা যায় সে সয়ে।
যৌবন ছাড়া থাকলে বেঁচে অধিক দিন;
দাম নেই তার, এমন জীবন মূল্যহীন।
---------------------------------------- 
মূল কবিতা 
 কাতারি ইবনে আল-ফুজাআ' 
 
 
أقول لها وقد طارت شعاعا٭ مِن الأبطال ويحك لن تراعي.
فإنكِ لو سألتِ بقاء يومٍ٭ على الأجل الّذي لكِ لن تطاعي.
فصبراً في مجال الموتِ صبراً٭ فما نيل الخلودِ بمستطاع.
ولا ثوب البقاء بثوب غزٍّ٭ فيطوي عن أخي الخنع اليراع
سبيل الموتِ غايةكل حيٍّ٭ فداعيهِ لِأهل الأرضِ داعي
ومن لايعتبط يسأم ويهرم٭ وتسلمه المنون إلي انقطاعِ 
وما للمرء خير في حياةٍ٭ إذا ماعدّ مِن سقط المتاعِ
--------------------------------------------------
 "কাতারি" উমাইয়া যুগের কবি। উমাইয়া শাসক "হাজ্জাজ ইবনে ইউসুফ" এর বিরোধী ছিলেন বিধায় "হাজ্জাজ" কবিকে মারার জন্য সৈন্য পাঠান। বেশ কয়েকবার কবি তাদের প্রতিহত করেন। এ অবস্থায় কবি ভয় পেলেও তার মনকে প্রবোধ দিয়ে কবিতাটি লিখেন। পৃথিবীর যে কতগুলো বিষয়ে এর অধিবাসী সবাই একমত, তা হচ্ছে সকল জীবের জীবনাবসান। সকলকে মরতে হবে, এই চরম সত্য বিষয়ে ভয় না পেয়ে তার জন্য প্রস্তুত থাকতে কবি তার মনকে নির্দেশ দিচ্ছেন।
 

Post a Comment

 
Top