যুগের বাগানে কত ফুল ফুটে কত ফুল যায় ঝরে,
বাছাই করা তো যায় সহজেই কোন ফুলে মন ধরে।
ইদানীং দেখি বাজারে আবার কাগজের ফুল বিকে,
রস ঘ্রাণহীন সেসব ফুলের চেহারাও খুব ফিকে।
এসব কাগুজে ফুলের মাঝেও একটি গোলাপ খাঁটি,
হয়না কখনো পুরনো সে ফুল, সর্বদা পরিপাটি।
সাধারণ বেশে আমাদের মাঝে সুবাস ছড়ায় রোজ,
নকলের ভীড়ে এমন ফুলের কজনেই পায় খোঁজ!
হরেক রকম সে ফুলের শোভা, রোজ নেই
তার ঘ্রাণ,
কদর্যতার অশুভের মাঝে সে ফুলে বাঁচুক প্রাণ।
কদর্যতার অশুভের মাঝে সে ফুলে বাঁচুক প্রাণ।
বিজয় একাত্তর হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২-০২-২০১৯
Post a Comment