তেল মারা আজ শিল্প যেন
তেল
ছাড়া আর হয়না কাজ,
চারদিকে
আজ তেলবাজিতে
চলছে
দেখো তেলের রাজ!
তেলবাজরা
সব ভীষণ পটু
হরেক
রকম তেল আছে,
সবখানেতে
তেল মারে সে
যখন
যাবে যার কাছে।
তেল
দিয়ে সব ফাইল চলে আজ
বস
ও চলেন তেলে,
তাইতো
সবাই দিচ্ছে যে তেল
খানিক
সুযোগ পেলে।
চারিদিকে
চলছে দেখো
শুধুই
তেলের জয়,
তেলেই
নাকি আজকে সবার
সকল
কাজ-ই হয়!
বিজয়
একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৩ই
এপ্রিল, ২০১৭ ঈসায়ী।
Post a Comment