ভন্ডরা সব যাক মরে আজ
খোদার দ্বীনের বিজয় হোক,
দ্বীন নিয়ে আর ব্যবসা করা
মানবে না আজ দেশের লোক।
মরা মানুষ সামনে নিয়ে
আর কতকাল দিবি ধোঁকা?
মানুষ এখন বুঝে এসব
ভাবিস না আর তাদের বোকা।
কাজ না করে খাবি যদি
রাস্তায় গিয়ে ভিক্ষা কর,
মাজার নিয়ে ব্যবসা ছেড়ে
ভিক্ষার ঝুলি আঁকড়ে ধর।
লোকসমাজে দিয়ে ধোঁকা
কদিন খাবি এমন করে?
মহান খোদায় নেই কিরে ভয়?
বুঝবি, যেদিন ধরবে তরে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২১শে এপ্রিল, ২০১৭ ঈসায়ী
Post a Comment