তারস্বরে ডাকছে দেখো ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ,
পিছলে গিয়ে আছড়ে পড়ে ভাঙছে ব্যাঙের ঠ্যাং।
পথ্য নিয়ে হাজির হলো বদ্যি পিঁপড়ে মশাই,
চশমা চোখে দেখে বলে, কেমনে পা-টা বসাই!
 
দেখে শুনে চলবে কোথায়? ভাঙলে এখন ঠ্যাঙ!
নিজে নিজেই পড়ছো? নাকি কেউ মেরেছে ল্যাঙ!
ভেংচি কেটে গর্জে উঠে বললো কুনোব্যাঙ,
দুর্ঘটনায় পা ভেঙেছে, কেউ মারেনি ল্যাঙ।
 
পিঁপড়ে উজা দাওয়াই দিলো রোজ দু-বেলা খাওয়ার,
হাঠা চলা বন্ধ এখন ঘরেই নিবে শাওয়ার।
 
সকালবেলা দুটো মশা, তিনটে বিকেলবেলা,
ঠিক মতন এই দাওয়াই খেতে হয়না যেন হেলা।
 
 
 
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৬ই মে ২০১৭ঈসায়ী।
 

Post a Comment

 
Top