কোথায় আমার ঢাল তলোয়ার
আজকে আবার করবো লড়াই,
ক্যামনে আমি সইবো এসব
কাপুরুষরা করবে বড়াই!
 
ঢাল তলোয়ার নাই বলে আজ
যায়নি ক্ষয়ে শক্ত বাহু,
চারদিকে আজ দেখছি চেয়ে
গ্রাস করেছে কঠিন রাহু!  
 
আছি আমি আগের মতই,
চুপ আছি, তাই ভাবছো মরা!
গর্জে যদি উঠি আবার
থরথরিয়ে কাঁপবে ধরা।
 
তোমরা যত বীর পালোয়ান!
সবাই মিলে আসলে তবে,
সব ক'টাকে করলে জমা
আমার একটা নাস্তা হবে।
 
 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯শে মে ২০১৭ঈসায়ী।

Post a Comment

 
Top