মন বসেনা কোন কাজে
মন বসেনা পড়ায়,
মন তো শুধু ঘুরে বেড়ায়
সারাদিন এ ধরায়।
মন বসেনা পড়ার মাঝে
মন বসেনা কাজে,
মনের ভিতর ঘুরে শুধু
নানান চিন্তা বাজে!
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৮ই মে ২০১৭ঈসায়ী।
মন বসেনা কোন কাজে
মন বসেনা পড়ায়,
মন তো শুধু ঘুরে বেড়ায়
সারাদিন এ ধরায়।
মন বসেনা পড়ার মাঝে
মন বসেনা কাজে,
মনের ভিতর ঘুরে শুধু
নানান চিন্তা বাজে!
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৮ই মে ২০১৭ঈসায়ী।
Post a Comment