১
ঝাউয়ের বনে শন শন
বাতাস ঝিরি ঝিরি
পড়ায় আমায় মন বসেনা
কি যে আমি করি!
২
জোছনা রাতে চাঁদের
আলো
ভীষন ভালো লাগে
পড়তে কেন মন বসেনা
পরিক্ষার-ই আগে।
৩
দু দিন পরে পরিক্ষা
সেমিস্টার ফাইনাল
এখনো বসিনা পড়ায়
হয়ে গেছি টাল!
৪
কাঁঠাল চাপার গন্ধ
নেই
পড়ায় মন বসেনা তবু
না পড়ে পরিক্ষা
দিয়ে
ফেল করিনি কভু!
আবু সালে মাসুম
আহমদ
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫ই মে ২০১৬ ঈসায়ী।
Post a Comment