চারদিকে আজ প্রবঞ্চনা
মনের মতন নেইতো মানুষ,
স্বপ্ন তবু দেখেই চলি
মন আকাশে উড়িয়ে ফানুস!
 
ভালোবাসা নেইতো জানি
ভালো তবু বেসেই চলি,
সবাই শুধু দেয় বেদনা
আমি সরাই জলাঞ্জলি! 
 
 
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০শে এপ্রিল, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top