মূল: হাসসান বিন ছাবিত (রাঃ)
বলে দাও তুমি মিসকিনদের, আজ কল্যাণ হয়েছে দূর,
ভোরেতে যখন রাসুলের প্রাণে উঠেছিল বেজে শেষের সুর।
আসমান থেকে না-নামলে জল, আশ্রয় পাবো কোথায়! আর-
খাদ্যের খোঁজ করবে কোথায় আমার বাহন ও পরিবার।
সীমালঙ্ঘন, পদস্খলন ঘটাবে যখন, বিচারে তাকে-
আমরা তখন নিব কার কাছে! নির্ভীক-ই বলো পাবো কাকে?
এমন আলো ও বাতিঘর তিনি, খোদার পরেই মান্য স্থান-
হলো তার; কাজ অনুসরণীয় এবং কথায় জুড়াতো কান।
হায়! রাসুলকে যেদিন রেখেছে কবরে, করেছে আড়াল, আর-
অদৃশ্য করে ঢেকে দিল তাকে, ঢেলে দিল মাটি কবরে তার;
আহা! কত ভালো হতো-
আল্লাহ যদি উঠিয়ে নিতেন একসাথে, আছি আমরা যত,
সেদিন সবাই, সব নরনারী হারাতাম প্রান নবীর মত।
নবীরর ওফাতে নাজ্জারী লোকে কঠিন শোকেতে নোয়ায় মাথা,
কিন্তু এটাতো খোদার আদেশ, সময় মতন ঘটবেই তা।
(নবীজীর (সাঃ) মৃত্যুতে কবি উম্মাহ কে মিসকিন বলেছেন)
_______________________________________
মূল কবিতা
الخير فارقهم
نبِّ المساكينَ أنّ الخير فارقهم٭ مع النبيّ تولي عنهم سحرا
من ذا الّذي عنده رحلي، وراحلتي٭ ورزق أهلي، إذا لم يؤنس المطرا
أم من نعاتب لا يخشى جنادعه٭ إذا اللّسان عتا في القولِ، أو عثرا
كان الضياء، وكان النور نتبعه٭ بعد الإله، وكان السّمعَ والبصرَ
فليتنا يوم واروه بملحده٭ وغيبوه، وألقوا فوقه المدرا
لم يتركِ اللهُ منّا بعده أحداً٭ ولم يُعش بعده أُنثى، ولم ذكراً
ذلّت رقاب بني النجّارِ كلّهم٭ وكان أمراً من امر اللّهِ قدراً
Post a Comment