রোজ সকালে তোমার কথা হয়না মনে আর,
তোমার নামে সুর তুলেনা মন গীটারের তার।
তোমার নামে গায়না তো গান আমার মনের পাখি,
দেখছেনা আর তোমার ছবি আমার হৃদয় আঁখি।
তুমি এখন ধূসর অতীত, হারিয়ে যাওয়া ছবি,
তোমায় ভেবে উঠছেনা আর মনাকাশের রবি।
হারিয়ে গেছো স্মৃতি থেকে ভুলছি তোমার মুখ,
তোমায় ছাড়া আজকে আমার সুখের উপর সুখ।
Post a Comment