আমাদের গেছে দিন মানে-অভিমানে
বুকের জমানো প্রেম মন শুধু জানে।
তোমাকে চেয়েছি ভুলে, ভুল সুরে-গানে;
জেগেছে হৃদয় বুঝি ভুল আহবানে!

তবুও জমেছে স্মৃতি আশা-নিরাশার,
জমেছে বিষাদে ভরা ছবি, গান। আর-
বুকের জমানো প্রেম পায়নি আকার;
তাই বলে সব ব্যথা শুধু কি আমার?

তোমারো হৃদয়ে ঠিক জ্বলবে আগুন,
বসন্ত চলে যাবে পাবেনা খবর,
ফুটন্ত ফুলকে তুমি দিয়েছো কবর;
বারোমাসই মাঘে যাবে, পাবেনা ফাগুন।

মিথ্যে প্রবোধ দিয়ে মন বুঝানোর-
চেষ্টা যতই করো বিফল হবেই,
আশেপাশে সবাইকে মনে হবে পর;
সান্ত্বনা পাবে শুধু চোখের জলেই।

Post a Comment

 
Top