খাঁচার ভিতর বন্দী থাকা পাখি তোমায় বলি,
জীবন নদীর আছে কত হাজার অলিগলি।
সবগুলোকে হয়নি দেখা বন্দী আছো বলে
তাই বলে কি স্বপ্ন দেখা ভুলে গেলে চলে!
চঞ্চু দিয়ে ঠোকর মারো, ভাঙ্গো খাঁচার তালা
তোমার জন্যে বনের মাঝে হাজারো ডালপালা।
নিজের গড়া নিজের ঘরে থাকার স্বপ্ন দেখো,
বন্দী তবু বুকের ভেতর আশার প্রদীপ রেখো।
২৩ -১২-২০২০
শাহজালাল উপশহর, সিলেট।
Post a Comment