একটি পাখির ইচ্ছে করে উড়তে অনেক দূর,
সেই পাখিটা বন্দি থাকে আজিব শহর ঢাকা'
বন্দি পাখির ইচ্ছে এখন খাঁচায় লাগুক চাকা;
ইচ্ছেপূরণ হয়না পাখির, কন্ঠে করুণ সুর।

খাঁচার ভিতর বন্দি পাখি স্বপ্ন দেখে কত,
সাগর-পাহাড় দেখবে আরো নগর শতশত। 
তার ইচ্ছে করে মেলতে ডানা দূরের সমুদ্দুর,
যার ঢেউগুলো সব থাকবে কেবল সুখেতে ভরপুর।

ভাবতে গিয়ে সেই পাখিটার মন খারাপের গাড়ি-
আসছে চলে যখনতখন, করছে বাড়াবাড়ি।
কন্ঠে যখন সেই পাখিটার উঠছে সুখের সুর
হঠাৎ দেখো দুঃখ এসে করছে সেসব চুর।
কিংবা যখন সেই পাখিটা খিলখিলিয়ে হাসে,
ভাবতে পারো এরই মাঝে দুঃখ চলে আসে!

বন্দিথাকা সেই পাখিটা ভুলছে জীবন-মায়া,
খাঁচার ভিতর পায়না আলো, দেখছে কেবল ছায়া।
এমন করে ভুলছে পাখি স্বপ্ন-সাধের সুখ,
তাইতো পাখি শুধুই এখন খাঁচায় লুকোয় মুখ।



১৯-১২-২০২০
শাহজালাল উপশহর, সিলেট।

Post a Comment

 
Top