১,
জ্বলছে আমার বুকে মন-পোঁড়া ধূপ,
থেমে থেমে তুষ দিয়ে বাড়াও আগুন।
কাঁদি আমি, তবু তুমি অবিচল চুপ;
তবু ভাবি এই বুঝি আসলো ফাগুন!
২,
ফাগুনের আসা বুঝি এখনো দেরী
এখানে জৈষ্ঠ চলে বুকফাটা রোদে,
হতাশার নদী মাঝে, নেই ব্রিজ, ফেরি;
তবুও মিলবে মন দুজনার বোধে।
৩,
ভাবতে থাকি কেমনে তোমার সুখ বাড়ানো যায়,
তবুও তোমার মন খারাপে একলা থাকার দায়!
২১শে নভেম্বর, ২০২০
শাহজালাল উপশহর, সিলেট।
Post a Comment