আমাকে দেখতে গিয়ে তোমার দু-চোখ-
হাসির ঝলকে যেন ছোট হয়ে আসে,
নিটোল হাসিতে দোলা তোমার সে-মুখ
যেন এক বিলের মাঝে পদ্ম ভাসে!
আরেকটু হাসি দিলে টোল পড়ে গালে-
আর জোরে হাসি দিলে হৃদয় কাঁপে,
টোলপড়া-দীঘি' মাঝে সেই কোন কালে
ডুবে আজো বেঁচে আছি তোমার ভাপে।
ছেড়ে দিলে খোঁপা থেকে সব কালো চুল
মনে হয় গোলাপের অনেক চারা,
হৃদয়ের হাওয়া পেয়ে দুলছে দোদুল
তবু তুমি আকাশের দূরের তারা!
আড়চোখে যদি দেখো একটু ফিরে
পড়ে যাই মরে যাই আগুন লাগে,
বিঁধছো আমায় তুমি এ-কোন তীরে?
থেমে থেমে এই ব্যাথা হৃদয়ে জাগে।
আর কত ভবঘুরে করে যাবে বাস!
ফিরে এসো, নীড়ে এসো, এসো বুনোহাঁস। 



'ফিরে এসো বুনোহাঁস'
হাতিয়া, শাহজালাল উপশহর, সিলেট।
১৬-০৬-২০২০

Post a Comment

 
Top