ভাগ্যলিপিকে আমি করিনাকো ভয়,
লোকাল বাসের মত থামাই হাতে-
বাসনা সকল আমি লিখে নেই তাতে,
সিন্দুকে ভরে রাখি সুখের সময়।

বুড়ো হয়ে আসা যত আলসে প্রহর
নোয়ানো লতার মত কুঁজো হয়ে থাকে,
হাঁসফাঁস করে তারা পায়না কদর।
সব ছেড়ে আমি বাঁচি হাঁসের ডাকে। 




'ভালোবাসি বুনোহাঁস'
হাতিয়া, শাহজালাল উপশহর, সিলেট।
১৬-০৬-২০২০

Post a Comment

 
Top