কি খবর বুনোহাঁস!
এখনো কি তুমি এলোকেশে খোঁপা ছাড়ো
আনমনে বসে মন-সুখে ঠোট নাড়ো?
গুনগুন করে গেয়ে যাও গান! 
অকারণে আজো করো অভিমান?

সন্ধে হলে কি আজো খুব কাঁদো
ভুলে যাওয়া সুরে ভুল গান বাঁধো? 
হুট করে আজো হয়ে যাও চুপ 
এখনো বিষম উড়ে আসা ধূপ?

সে কি ফিরে আসে আজো মন-ঘরে
এখনো কি তুমি কাঁদো তার তরে!
এখনো কি তুমি পথচেয়ে থাকো
এখনো কি তার স্মৃতি গায়ে মাখো?

এখনো করোনি সবর! 
বলো বুনোহাঁস, বলো কি খবর? 



Post a Comment

 
Top