যতদূর উড়ে গেলে মেঘ হওয়া যায়
মেঘ হয়ে যাও তুমি আরো বেশি দূরে,
ডানাভাঙা শালিকের মেঘ ছোঁয়া দায়;
জানেও না মেঘ মিশে দূর কোহিতুরে।
আচমকা ঝড়ে ভাঙা খড়ের নীড়ে
পড়ে থাকা শালিকের গান নিষ্প্রাণ,
আকাশে হাজারো কালো মেঘের ভীড়ে
চেনাজানা মেঘমালা হয় ম্রিয়মাণ।
খড়কুটো জড়ো করে নীড় হবে ফের
স্মৃতির জানালা তার রয়ে যাবে খোলা,
খড়ের নীড়েও যদি জুটে প্রেম ঢের
পুরনো চাঁদকে তবু হবেনা যে ভোলা!
'উড়ে যাওয়া মেঘ'
শাহজালাল উপশহর, সিলেট।
Post a Comment