পরিযায়ী পাখি তুমি, করিনি খেয়াল
সুখের ময়না ভেবে শুনে গেছি গান,
তোমার হৃদয়ে ছিল বাড়ি ফেরা' টান;
মনভোলা ডাক ভেবে হয়েছি মাতাল! 

রোজ-ভোরে মিহি সুরে দিলে তুমি শিস,
হারিয়েছি চোখ বুজে রঙিন দেশে
ভাবিনি সে ডাক হবে মধুভরা বিষ;
আকাশে মেললে ডানা দিনের শেষে। 

হয়তো মিলবে দেখা কোনোএক শীতে
চলতি পথের মাঝে নয় বিরতিতে
তোমাকে দেখেও যদি না চিনি তখন
জেনে নিও এভাবেই ভুলি সব, মন-
ভুলে যায়, সুখী হয়, ফের বাঁধে আশা
হোক সেটা ফের কোনো মিছে ভালোবাসা। 

Post a Comment

 
Top