মা মা গো! তুঁমি-ই তো আমার পৃথিবী তুঁমি আমার স্বপ্ন, সাধনা, এগিয়ে চলার প্রেরণা, তুঁমি আমার প্রাণনা, তুঁমি উচ্ছাস। যখন পৃথিবীর আলো দেখলাম তুঁমার-ই কল্যাণে, আমি পেলাম নতুন ভুবন। আর তুঁমি শত বেদনায় কুঁকড়ে যাবার মাঝেও আনন্দ খুঁজে পেয়েছিলে আমার দিকে চেয়ে। আমি অবাক! নতুন ভুবনে কেঁদে উটেছিলাম। যখন কিনা আমার বাবার হাত ধরে এদিকওদিক যাবার কথা তখন-ই তাঁকে সাড়া দিতে হলো মহান প্রভুর দরবারে। আর তুঁমি নিখুঁত ভাবে তাঁর জায়গা নিলে, এখন ভাবি বসে বসে, তুঁমি বলেই সম্ভব হয়েছিল, এক-ই মানুষ বাবা এবং মা হতে। সত্যি মাগো বাবার অভাব আমি কোনদিন বুঝিনি, তুমি বুঝতেই দাওনি। তবুও মাঝেমধ্যে মনে হয় আমার বাবা কি নেই? মোহভঙ্গ হয়; নিজেই নিজেকে বলি আমার বাবাতো আছে এখনও, তুঁমি-ই তো আমার বাবা!! মাগো! সত্যি আমি ভাগ্যবান, তুঁমার মতো মা পেয়ে। "আমার মা পৃথিবীর সেরা মা" একথা সবাই বলে, আমি তা বলবো না আমি শুধুই বলি, আমি এমন মা পেয়েছি পৃথিবীর কেউ এমনটা পায়নি মাগো সুস্থ থেকো, বেঁচে থেকো অনন্তকাল।। (যমুনা ৮০০৩, বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়) 2016 2 21 22:48" মা মা গো! তুঁমি-ই তো আমার পৃথিবী তুঁমি আমার স্বপ্ন , সাধনা , এগিয়ে চলার প্রেরণা , তুঁমি আমার প্রাণনা , তুঁমি উচ্ছাস। যখন পৃথিবীর আলো দেখলা... Read more »