হৃদয় সাগর হৃদয়ে লালন করি অসীম সাগর কত নদী আসা যাওয়া করে, সাগর কি রাখে সে হিসেব কোন নদী কোথা গেল মরে! সাগরের মোহনায় নদী এসে মিলে, পরম আদরে তারে স্থান দেয় দিলে। কত নদী মারা যায় কত মোহনায় তাই বলে সাগরে কি পানি কমে যায়! সাগর বিশাল বুকে কত পানি ধরে কিবা তার যায় আসে নদী গেলে মরে! নদী যত যাক মরে তবু সাগরের অভাব হয়না কভু প্রাণ-প্রাণনের। সাগরে বিশাল বুকে কতশত প্রাণ, হেসে-খেলে করে যায় দিন গোজরান। দু-একটা প্রাণ যদি যায় কভু মরে, সাগর কখনোও কি সে হিসেব করে! হৃদয় সাগর হৃদয়ে লালন করি অসীম সাগর কত নদী আসা যাওয়া করে , সাগর কি রাখে সে হিসেব কোন নদী কোথা গেল মরে! সাগরের মোহনায় নদী এসে মিলে , পরম আদর... Read more »