মূল: মিখাঈল নু'য়াইমা
কাব্যানুবাদ: আবু সালে মাসুম আহমদ
হে আমার ভাই,
যদি- পশ্চিমারা যুদ্ধ শেষে
ফিরে এসে বীরের বেশে,
বিজয় নিয়ে গর্ব করে
কিংবা যদি স্মরণ করে
বিলিয়ে দেয়া প্রাণ,
তবে- তখন তুমি তাদের মত
গাইবে না গান অবিরত,
কিংবা তাদের মত করে
হয়না যেন তোমার স্বরে
পরাজিতের প্রতি কোন
অসম্মানের গান।
বরং তুমি আমার মত
করবে তোমার মাথা নত
হৃদয় মাঝে নম্রতা আর
রক্তক্ষরণ নিয়ে।
* * * *
ভাইটি আমার,
সৈন্য যখন যুদ্ধ শেষে
আসবে ফিরে নিজের দেশে
এলিয়ে দিবে ক্লান্ত দেহ
বন্ধু মহল মাঝে,
তুমিও তখন আসলে দেশে
বলছি তোমায়, শোন,
তখন তুমি খোঁজ করোনা
বন্ধু স্বজন কোন।
কারণ- ভাঙতে মনের নিরবতা
ফিসফিসিয়ে বলতে কথা
নেইতো এখন কেউ,
দুর্ভিক্ষ তার ছোবল দিয়ে
সব স্বজনে গেছে নিয়ে
কেবল- আছে বাকি স্মৃতি এবং
মৃতদেহের ঢেউ।
* * * *
হে আমার ভাই,
কৃষক যদি আসে ফিরে
শস্য ক্ষেতের স্বপ্ন ঘিরে
বানায় আবার নিজের জন্যে
পুরোন কুঁড়েঘর,
যে ঘরটিকে কামান মেরে
ফেলছে ভূমির 'পর।
দেখবে তখন চারিদিকে
নদ-নদী সব হয়েছে ফিকে
ধ্বংস হয়ে পড়ে আছে
আবাসভূমি সবই,
কেবল- রইছে পড়ে মৃতদেহের
করুণ ছায়াছবি।
* * * *
ভাইটি আমার,
যেমন হওয়ার কথা ছিল
তেমন করে সবই হলো
ছড়িয়ে গেছে সকল দিকে
নানান মুসিবত,
আমরা যদি সবাই মিলে
চাইতাম না তা মনে দীলে
আসতো না এ পথ।
তাই- আর কেঁদোনা বিলাপ করে
এসব সকল শোকের তরে
হয়োনা হয়রান,
নেইতো কারো মাথাব্যথা
শুনতে তোমার শোকের কথা
একটিও নেই কান।
এখন- আমায় অনুসরণ করো
কুদাল এবং কুড়াল ধরো
মৃতদেরকে কবরে দেই
বিদায়ী সম্মান।
* * * *
হে আমার ভাই,
ভাবো এখন, আমরা কারা!
ঠিকানাহীন স্বজনহারা
নেই আমাদের দেশ,
এখন- দাঁড়িয়ে কিংবা ঘুমেই থাকি
নিজেদেরকে যেমনই রাখি
পিছন থেকে হয়না তবু
অপমানের শেষ।
আজ - গত হওয়া স্বজন যেমন
বেঁচে থাকা লোকেও তেমন
সবাই এখন মোদের থেকে
ফিরিয়ে নিছে মুখ,
তাই- বলছি তোমায় কোদাল ধরো
তুমি- আবার বড় গর্ত করো
আজো যারা বেঁচে আছি
সবাই মিলে গর্তে ঢুকে
মিটাই সকল শোক।
* * * *
أخي
ميخائيل نعيمة
أخي !
إنْ ضَجَّ بعدَ الحربِ غَرْبِيٌّ بأعمالِهْ
وقَدَّسَ ذِكْرَ مَنْ ماتوا وعَظَّمَ بَطْشَ أبطالِهْ
فلا تهزجْ لمن سادوا ولا تشمتْ بِمَنْ دَانَا
بل اركعْ صامتاً مثلي بقلبٍ خاشِعٍ دامٍ
لنبكي حَظَّ موتانا
***
أخي ! إنْ عادَ بعدَ الحربِ جُنديٌّ لأوطانِهْ
وألقى جسمَهُ المنهوكَ في أحضانِ خِلاّنِهْ
فلا تطلبْ إذا ما عُدْتَ للأوطانِ خلاّنَا
لأنَّ الجوعَ لم يتركْ لنا صَحْبَاً نناجيهم
سوى أشْبَاح مَوْتَانا
***
أخي ! إنْ عادَ يحرث أرضَهُ الفَلاّحُ أو يزرَعْ
ويبني بعدَ طُولِ الهَجْرِ كُوخَاً هَدَّهُ المِدْفَعْ
فقد جَفَّتْ سَوَاقِينا وَهَدَّ الذّلُّ مَأْوَانا
ولم يتركْ لنا الأعداءُ غَرْسَاً في أراضِينا
سوى أجْيَاف مَوْتَانا
***
أخي ! قد تَمَّ ما لو لم نَشَأْهُ نَحْنُ مَا تَمَّا
وقد عَمَّ البلاءُ ولو أَرَدْنَا نَحْنُ مَا عَمَّا
فلا تندبْ فأُذْن الغير ِ لا تُصْغِي لِشَكْوَانَا
بل اتبعني لنحفر خندقاً بالرفْشِ والمِعْوَل
نواري فيه مَوْتَانَا
***
أخي ! مَنْ نحنُ ؟ لا وَطَنٌ ولا أَهْلٌ ولا جَارُ
إذا نِمْنَا ، إذا قُمْنَا رِدَانَا الخِزْيُ والعَارُ
لقد خَمَّتْ بنا الدنيا كما خَمَّتْ بِمَوْتَانَا
فهات الرّفْشَ وأتبعني لنحفر خندقاً آخَر
نُوَارِي فيه أَحَيَانَا