তোমার দু-চোখ যেন প্রেমের নদী
তার ঢেউয়ে ভেঙে পড়ে আমার হৃদয়,
সে নদীর জলে ভাসা নৌকা হব
তুমি যদি মন খুলে হয়েছো সদয়।
.
তোমার দু-চোখে যেন যাদুর শহর
কি মায়ায় ফেঁসে যাই, বুঝিনা আমি,
ওই চোখে কেটে যাক হাজার প্রহর
স্বপ্নালু দিন নিয়েএখানেই থামি।
.
তোমার কন্ঠে বাজে হৃদয়ের সুর
উন্মুখ হয়ে আমি শুনে যাই গান,
মন হয় কাছে তুমি, দূর নয় দূর-
হৃদয়ের শব্দেরা করে আহবান।
.
তোমার খোঁপাতে যেন গোলাপ বাগান
কালো চুলে ঝরে পড়ে রক্তগোলাপ,
ঢেকে রেখো, কত মালি করে ঘুরঘুর,
ফুলের জন্যে রোজ কত যে বিলাপ!
এ বাগানে আমি ছাড়া কেউ না আসুক
খোঁপাজুড়ে সব ফুল শুধুই আমার,
বাগানের সব ফুলে আমাতে হাসুক;
এখানেই হোক নীড় আবেগ থামার!