
রাতের বেলা সাগরজলে দুজন আত্মহারা।
হাঁটছি দুজন ভিজিয়ে দু-পা সাগর নোনাজলে,
হাত ছুঁয়েছে তোমার চিবুক চুল সরানোর ছলে।
.
গুনগুনিয়ে গাইছো তুমি মধুর গলার স্বরে,
ভাবছি আমি এই বুঝি সব পড়লো তারা ঝরে।
তোমার পিছে হাঁটছি আমি, হাঁটছি সাগর-বেলা,
ভাবছি বেলা ফুরিয়ে যেতে করুক অবহেলা।
ভাবছি আমি এই বুঝি সব পড়লো তারা ঝরে।
তোমার পিছে হাঁটছি আমি, হাঁটছি সাগর-বেলা,
ভাবছি বেলা ফুরিয়ে যেতে করুক অবহেলা।
.
আজকে রাতে সাগরতীরে আমার সাগরপরী,
জ্যোৎস্না বিলাক প্রেমের চাঁদে সারাটা রাত ধরি।
তার জ্যোৎস্নায় নীল সাগরে উঠুক জোয়ারভাটা,
আঁচল ধরে সাগরতীরে হোক সারারাত হাঁটা।
জ্যোৎস্না বিলাক প্রেমের চাঁদে সারাটা রাত ধরি।
তার জ্যোৎস্নায় নীল সাগরে উঠুক জোয়ারভাটা,
আঁচল ধরে সাগরতীরে হোক সারারাত হাঁটা।
.
সাগর থেকে ঝিনুক নিলাম দিলেম গলায় মালা,
পাহাড় থেকে স্বর্ণলতায় দিলেম হাতের বালা।
তোমার খোঁপায় দিলেম গুঁজে নীল সাগর আর ঢেউ,
এই সাগরটা শুধুই আমার, আর না জানুক কেউ
জোনাক পোকায় জ্বালিয়ে দিলাম কপাল জুড়ে টিপ,
পায়ের ছোঁয়ায় মাছ এসেছে, লাগছেনা আর ছিপ।
পাহাড় থেকে স্বর্ণলতায় দিলেম হাতের বালা।
তোমার খোঁপায় দিলেম গুঁজে নীল সাগর আর ঢেউ,
এই সাগরটা শুধুই আমার, আর না জানুক কেউ
জোনাক পোকায় জ্বালিয়ে দিলাম কপাল জুড়ে টিপ,
পায়ের ছোঁয়ায় মাছ এসেছে, লাগছেনা আর ছিপ।
.
গাঙচিলে আজ পথ ভুলে সব করছে এসে ভীড়,
ভাবছি আমি তোমার চুলেই বাঁধুক সবাই নীড়।
পেলাম না টের কোন ফাঁকেতে রাত্রি হলো লয়,
তোমার চোখেই রাত পোহালাম, অবাক সূর্যোদয়!
ভাবছি আমি তোমার চুলেই বাঁধুক সবাই নীড়।
পেলাম না টের কোন ফাঁকেতে রাত্রি হলো লয়,
তোমার চোখেই রাত পোহালাম, অবাক সূর্যোদয়!
'অবাক সূর্যোদয়'
শাহজালাল উপশহর, সিলেট।
০১-০৬-২০১৯
শাহজালাল উপশহর, সিলেট।
০১-০৬-২০১৯
Post a Comment