ফের যদি দেই ডাক ভুল ভেঙে গেলে,
যদি বলি, এসো ফিরে আপন নীড়ে,
উড়বে কি সুখ-পাখি ডানা দুটো মেলে!
খুঁজে নিবে বাসা ফের, হারানোর ভীড়ে?
খাঁচায় বন্দি হতে চাইবে কি পাখি
যদি তারে দেই ফের খাবারের লোভ?
যদি তাকে ফের আমি ফুল দিয়ে রাখি!
তবুও কি পোষবে মনে পুরনো সে ক্ষোভ?
আর যদি ফের আমি ভুলে যাই তাকে
ভুলোমন ফের যদি হয় উদাসী,
নিজেকে হারাই ফের পথের বাঁকে
তবুও কি হবে মোর প্রেম পিয়াসী!
Post a Comment