ঐ যে দেখো ঐ সুদূরে আসছে সুখের দিন, 
কোন সুখই হয়নি পাওয়া জমে আছে ঋণ। 
 
এমন করে গল্প শুনে কাটছে খোকার দিন, 
গরিব বাবা বাজায় শুধু স্বপ্নসুখের বীণ। 
 
নুন আনিতে পান্তা ফুরোয় চাল আনিতে ডাল, 
বুকের ভিতর জমছে তাদের শুধুই দুঃখের জাল। 
সকাল বেলা মা যায় চলে লোকের বাড়ি কাজে, 
সারাদিনের কষ্ট শেষে ফিরেন বাড়ি সাঁঝে। 
বাবা বেরোন ভোর বেলাতে রিকশা নিয়ে পথে, 
এমন করেই কাটাচ্ছে দিন তারা কোন মতে। 
  
ছোট্ট খোকা বোঝে নাতো এসব কোন কিছু, 
হরেক রকম খায়েশ নিয়ে থাকে বাবার পিছু। 
 
একটু সবুর করো খোকা আর বেশি নয় দেরী, 
ঐ যে দেখো ভীড়লো বলে মোদের সুখের তরী। 
 
এমন করে স্বপ্ন দেখে যাচ্ছে কেটে দিন, 
সমাজপতির কাছে তাদের নাই কি কোন ঋণ। 
 
খোকার মতো লক্ষ খোকা আছে মোদের দেশে, 
দুঃখের মাঝে কাটাচ্ছে দিন সুখের-ই আবেশে। 
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
২২শে জুলাই ২০১৬ঈসায়ী। 

Post a Comment

 
Top