জগত জুড়ে দেখছি আজি শুধুই কবির মেলা,
সকাল বিকাল করছে তারা ছন্দ নিয়ে খেলা।
কেউবা কবি স্বপ্ন নিয়ে, কেউবা মনের সুখে,
কেউবা কবি প্রেমিক হয়ে, কেউবা মনের দুখে।
কেউবা কবি উদাস হয়ে নদীর কূলে বসে,
কেউবা কবি ভবের মাঝে ভ্রমন করে চষে।
কাউকে দেখি ভাবুক কবি মাথায় ঝাঁকড়া চুল,
কাধের মাঝে ব্যাগ ঝুলাতে হয়না তাহার ভুল।
শুধুই কি চুল! মুখের মাঝে লম্বা গোফের বাহার,
কলমে নয়, চেহারায় তো কবিত্ব যে তাহার।
নবীন কবি স্বপ্ন দেখে অনেক বড় হবে,
কবিতায় সে বাঁচবে ভবে, নামটি তাহার রবে।
জগত জুড়ে সবাই কবি, আমি শুধুই বাকি,
ছন্দ জগত দিচ্ছে আমায় বারে বারে ফাঁকি।
কবি আমি নাইবা হলাম, পাঠক হলাম তবে,
কখনো কি হবো কবি? আসবে সেদিন কবে?
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩১ই জুলাই ২০১৬ ঈসায়ী।
Post a Comment