আহবান
বানের জলে যাচ্ছে ভেসে আমার সোনার দেশ,
আমরা তবু করছি বসে আরাম আয়েশ বেশ।
খাল ডুবেছে বিল ডুবেছে, ডুবছে বাড়ি ঘর,
ভাসছে যারা বানের জলে নয়তো মোদের পর।
ভিতরে জল বাহিরে জল, চারিদিকেই জল,
সহায়তা করতে তাদের করো নাকো ছল।
বানের জলে করছে যাদের ভিটেমাটি ছাড়া,
একই সাথে অভাব এসে করছে তাদের তাড়া।
বাড়ি ও নাই খাবার ও নাই, বাঁচবে কেমন করে?
ভেলায় ভেসে উপোস থেকে যাচ্ছে কেহ মরে।
আজকে যারা বাড়ি ছাড়া বানের জলে ভেসে,
দাওনা সবাই হাত বাড়িয়ে উদার হয়ে হেসে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment