চলার পথে অনেক-ই তো বন্ধু মোদের হয়,
টান লাগলে স্বার্থ মাঝে দেখবে কজন রয়।
চলতে পথে জীবন মাঝে কত বন্ধু আসে,
সুসময়ে তুমার সাথে দেখবে সবাই হাসে।
এলে তুমার দুখের সময় পাবে নাকো সবে,
যে জন তুমার আসল স্বজন সে-ই শুধু রবে।
 
জগত মাঝে হরেক রকম বন্ধু তুমি পাবে,
দেখবে অনেক স্বার্থ শেষে আস্তে সরে যাবে।
 
কেউবা বন্ধু আড্ডা দিতে জমিয়ে রাস্তা ঘাঠে,
কেউবা বন্ধু খাবার লোভে জুটবে বাজার হাটে। 
কেউবা আবার বন্ধু হবে একই সাথে পড়ে,
কেউবা বন্ধু খেলার সাথী, মাঠে গেলে গড়ে।
কেউবা বন্ধু দুধের মাছি আসবে তুমার কাছে,
স্বার্থ নিয়েই থাকবে সজাগ, ঠকে না যায় পাছে! 
 
জগত মাঝে হরেক রকম বন্ধু পাবে আজ,
আসল বন্ধুর মাথায় তুমি পরিয়ে দিও তাজ।
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৩ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।
 

Post a Comment

 
Top