দুদিন পরেই হঠাত কেনো অসুখ আসে চলে?
এসব নাকি খোদার রহম আমার মায়ে বলে।
এই যে দেখো জ্বর আসলো সাথে মাথা ব্যাথা,
এত অসুখ হলে পরে যাবো আমি কোথা?
শ্বাসের অসুখ আছে আমার ছোট বেলা থেকে,
একটু খানি পরিশ্রমে শরীর টা যায় বেকে।
এত অসুখ নিয়ে আমি কেমনে চলি বলো,
কোথা থেকে এত অসুখ আমার হয়ে গেলো?
ঘরের মাঝে ছোট ছেলে হয়েছি আমি তাই,
অতি আদর সোহাগ মাঝে বেড়ে উঠছি ভাই।
সামান্য জ্বর কিংবা কাশি যদি আসে গায়
তাতেই বুঝি শরীর থেকে প্রাণটা আমার যায়।
তুমরা সবাই দোয়া করো নামটি আমার ধরে,
অসুখ বিসুখ আমার থেকে যায় যেন গো সরে।
শাহজালাল উপশহর, সিলেট।
০৯ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment