হঠাত করে জঙ্গি এসে দিচ্ছে পোড়ে আমার দেশ,
এ জানোয়ার রুখতে হবে, করতে হবে এদের শেষ।
বোম ফাটিয়ে মানুষ মেরে দেশের নামে দেয় কালি,
দেশের যত শত্রু আছে, এসব দেখে দেয় তালি।
ধর্মের নামে মানুষ মারা, এসব হলো ভন্ডামি,
খোদার নামে করছে তারা দেশের ভিতর গুন্ডামি।
যেই পশুরা দেশের ভিতর বানাচ্ছে এ জঙ্গি দল,
তাদের জন্য মরছে মানুষ, ফেলছে সবাই চোখের জল।
সবাই মিলে এই পশুদের রুখতে হবে একসাথে,
দেশের ভিতর আর কোন প্রাণ, যায়না যেন হামলাতে।
সবাই মিলে শপথ করি, দেশের ভিতর জঙ্গি নয়,
এদের সবাই ধরিয়ে দিন, যাতে উচিৎ শিক্ষা হয়।
বিজয় একাত্তর,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment