ব্যালকনিতে বসে যখন আকাশ দেখি,
মনের ভিতর শুধুই তুমার ছবি আঁকি।
নীল আকাশে সাদা মেঘের বেলা উড়ে,
তুমি উড়ো আমার মনের আকাশ জুড়ে।
মেঘের যেমন স্বাধীনতা আকাশ মাঝে,
মনের ভিতর তুমি তেমন, সকাল সাঁঝে।
রাগলে তুমি মন আকাশে মেঘ যে করে,
কালো মেঘে মনের আকাশ যায় তো ভরে।
হাসলে তুমি মন আকাশে সুয্যি উঠে,
মন বাগানে তখন শুধুই গোলাপ ফুটে।
মনের মাঝে ঘুরছো তুমি সকাল দুপুর,
তাক ধি না ধিন বাজে তুমার পায়ের নুপুর।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment