লেখাপড়া
ভাল্ লাগেনা
ভাল্
লাগেনা কিছু,
খাতা
কলম ছাইড়া আমি
নিলাম
ছন্দের পিছু।
সকাল
বিকেল ছন্দ ধরি
ছন্দে
আমার খেলা,
ছন্দ
নিয়ে খেলা করে
যায়
কেটে যায় বেলা।
ছন্দে
আমার হাসিখুশি
ছন্দ
আমার সাথী,
মাথার
ভিতর তাইতো শুধুই
ছন্দের
মাতামাতি।
বই
খাতাতে জমছে ধুলো
পড়ি
নাতো এখন,
পড়তে
শুধুই বসি আমি
এক্সাম
আসে যখন।
সময়
আমার কাটে ভালোই
ছন্দ
মাথায় পেলে,
দিনরাত্রি
যায় তো কেটে
ছন্দ
নিয়ে খেলে।
ছন্দ
নিয়ে খেলতে যে তাই
ভীষণ
ভালো লাগে,
তাইতো
ছন্দ আসে চলে
লেখাপড়ার
আগে।
বিজয়
একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৫শে
আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment