ঘুরছি আমি এই শহরের অলিগলি,
মনের মানুষ বিনে আমি কেমনে চলি?
ঘুরছি শুধুই সারা দিন-ই শহর মাঝে,
মনের মানুষ খুঁজছি আমি সকাল সাঁঝে।
হঠাত যদি পাই গো খুঁজে মনের মানুষ,
উড়াই দিব আকাশ মাঝে রঙিন ফানুস।
পাবো কি তার দেখা আমি এই শহরে,
ভাসবে কি নাও খুশির তরে দিল নহরে!

অবাক করা এই শহরে সবাই বুঝি,
আপন আপন স্বার্থ মাঝে শান্তি খুঁজি।
কারো দুখে কেউ না তাকায় চোখটি তুলে,
চায় যদিও যায় গো চলে, সবই ভুলে।

প্রশ্ন করি জনে জনে তুমার খুঁজে,!
তুমি কোথায় লুকিয়ে আছো চোখটি বুজে?



বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৬ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।



Post a Comment

 
Top