পড়তে যখন বসি আমি
নেশায় জাগে গুড়গুড়ি,
যখনতখন ছন্দ এসে
দেয় যে আমায় সুড়সুড়ি।
এ কোন প্রেমে পড়ছি আমি
আছি ভীষণ মুশকিলে,
পারি নাতো পড়তে আমি
কখনো যে খুশদিলে।
পড়তে বসে মনের ভিতর
আসে নানান ছন্দ যে,
সকাল বিকেল ঘুরে মাথায়
এসব ভীষণ মন্দ যে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment