হঠাত কেন প্রেমের নেশা দুলকি উঠে মনে,
মনটা আমার যাচ্ছে উড়ে হঠাত কাহার সনে?
মনের ভিতর ঢেউ উঠেছে প্রেম জেগেছে ফুঁটে,
সখীর খুঁজে মনটা শুধু এদিকওদিক ছুটে।
কই গো আমার প্রাণের প্রিয়া, দাওনা দেখা এসে!
সময় আমার যাচ্ছে শুধুই অপেক্ষাতে বসে।
ওগো প্রিয়া, মনের রানী, দাওনা সাড়া ডাকে,
ভাঙুক তুমার সুখনিদ্রা আমার প্রেমের হাঁকে।
মনটা আজি হইছে উদাস, শুধুই তুমায় ভেবে,
তুমি ছাড়া এই অধমে, আর কে বল নেবে?
যেদিন দিন থেকে তুমার ছবি আঁকছি হৃদয় মাঝে,
মুখটি তুমার দেখি শুধুই আমার সকল কাজে।
কাজল কালো চোখ দুটিতে শুধুই মায়া ভরা,
কল্পনাতে আসো শুধুই, দাওনা কেন ধরা?
মুখটি যেন দ্বাদশীর চাঁদ পূর্ণিমাতে ভরা,
হাসলে তুমি জোছনা ঝরে কাটিয়ে সকল জরা।
কোথা থেকে হঠাত তুমি আসলে আমার মনে,
এখন শুধুই তুমার কথা ভাবি প্রতি ক্ষণে।
বিজয় একাত্তর, ঢাকা বিস্ববিদ্যালয়।
২০শে আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment