ঘন কালো মেঘে আকাশ আজকে
মহারণ সাজে ডাকে,
লাখো ভূখা মুখ চাঁদের খুঁজেতে
দাঁড়ায়ে নদীর বাঁকে।
কবে সে হেলাল ভরা জোছনায়
জাগবে আকাশ মাঝে?
কবে আলো নিয়ে হাসি দিয়ে যাবে
আঁধারের এই রাজে!
.
বুঝি কাণ্ডারি এলো ঐ পথে
সাথে নিয়ে তার ভেলা,
এলো বুঝি ঐ মুক্তির তরী
সে আশায় কাটে বেলা।
.
কাণ্ডারি বুঝি আসবে আবার
খালিদের মত করে,
আঁধারের যত ফেরিওয়ালা আছে
সাফ হবে সব মরে।
ওমরের মত, হুংকারে তার
কাঁপাবে আবার ধরা,
ফিরে পাবে প্রাণ, কাপুরুষ যত
হয়ে আছে আধমরা!
.
বুড়ো, যুবা, শিশু সে স্বপন নিয়েই
হেঁটে চলে দিন রাত,
গুনছে প্রহর, আসবে সুদিন,
আলোময় সে প্রভাত!
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৮-০৯-২০১৭
(রোহিঙাদের নিয়ে)
Post a Comment