কুরবানি নয় শুধু ত্যাগ করা পশুরে,
তার সাথে ত্যাগ চাই অন্তরে অসুর-এ।
.
হিংসা ও বিদ্বেষ সবকিছু ত্যাগ চাই,
নইলে তো ঈদের এই ত্যাগের যে মানে নাই।
.
পেতে হলে ত্যাগের এই মহান সে ভাবাবেগ,
অন্তরে পুষে রাখা পশুটাকে করো ত্যাগ। 
.
ইবরাহিম আর ইসমাঈলের
মহান ত্যাগের সে কোরবানি,
পশু জবাই করছি সবাই
খোদার বিধান ক'জন মানি?
 
 

Post a Comment

 
Top